স্টাফ রিপোর্টার : যৌথ প্রযোজনার সিনেমার বিরুদ্ধে আন্দোলন করে শেষ পর্যন্ত শাকিব নিজেই যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গণে তার এই দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করছেন চলচ্চিত্রের লোকজন। এই সমালোচনার মধ্যেই এবার শাকিব কলকাতার সাথে যৌথ প্রযোজনায়ও যুক্ত হয়েছেন। জানা যায়, কলকাতার এসকে মুভিজের সাথে শাকিবের এসকে মুভিজ যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। ইতোমধ্যে দুই প্রযোজনা সংস্থার সাথে নাকি চুক্তিও হয়ে গেছে। নায়ক হিসেবে শাকিব থাকবেন। নায়িকা হিসেবে তার সাথে যৌথ প্রযোজনার সিনেমা শিকারীতে নায়িকা হওয়া কলকাতার শ্রাবন্তী থাকবেন। সিনেমাটি কে পরিচালনা করবেন তা এখনও ঠিক হয়নি। তবে এ বছরই শুটিং শুরু হবে। যৌথ প্রযোজনার সাথে শাকিবের এভাবে জড়িয়ে পড়া চলচ্চিত্রের লোকজন ভালোভাবে দেখছেন না। তারা মনে করছেন, শাকিব বাংলাদেশের চলচ্চিত্রের মারাত্মক ক্ষতি করে চলেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন