রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১১:২০ এএম

খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে নগরীর দৌলতপুর থানার কৃষি কলেজের পেছনে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

মিরাজুল ইসলাম ফুলবাড়ি গেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

পুলিশের দাবি, নিহত মিরাজ ডাকাত দলের সদস্য। তার নামে থানায় ১০টি মামলা রয়েছে।
দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাতে নগরীর সেনপাড়া এলাকা থেকে মিরাজকে আটক করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী চুরির মালামাল উদ্ধারে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় অভিযানে যায় পুলিশ।

উপস্থিতি টের পেয়ে ওঁৎ পেতে থাকা মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মিরাজের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন