রাজধানীর সদরঘাট বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একই পরিবারের ছয়জন নিখোঁজ হওয়ার ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ একজনের সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে নিখোঁজ দেলোয়ারের স্ত্রী জামশিদার (২২) লাশ উদ্ধার করা হয়। এরপর আজ যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২), তার মেয়ে মিম (৬), মাহি (০৮), জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০)। তাদের বাসা ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন