বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামে আনসারের গুলিতে পুলিশ সদস্য আহত

১৩টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত

কুড়িগ্রাম | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৮:১১ পিএম

কুড়িগ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট কারচুপি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ১৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন পুরোপুরি স্তগিত করেন রিটার্নিং অফিসার। এছড়াও ভোট কেন্দ্রে হামলার চেষ্টায় কুড়িগ্রাম সদরের কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাঙামা ঠেকাতে প্রস্তৃতি নিতে গিয়ে আনসার সদস্য মাইদুল (৩৫) এর বন্দুক থেকে গুলি বের হলে পুলিশ সদস্য মোন্নাফ (৪৩) পায়ে গুলিবিদ্ধ হন। তাকে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশিকান্ত রায় জানান, একদল দৃর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে ভাওয়ালকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুন অর রশীদ জানান, আনসারের গুলিতে আহত পুলিশ সদস্য মোন্নাফের বাড়ী রংপুরে। আনসার সদস্য মাইদুলের বাড়ী ভুরুঙ্গামারী এলাকায়। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন