বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ সোমবার দুপুরে তিনি মন্তব্য করেন। ড. আখতারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। তারা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে- এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত।
প্রসঙ্গত, ২৮ বছর পর অনুষ্ঠিত এ ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ কার্যক্রম। তবে ঢাবি ক্যাম্পাসে সকাল থেকেই বিভিন্ন হলগুলোতে ভোটে অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেলই ভোট বর্জনের ঘোষণা দেয়। একই সঙ্গে আগামীকাল থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ডাকও দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।
মন্তব্য করুন