ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদ্যদায়িত্ব গ্রহণ করা মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তুরাগ, বুড়িগঙ্গা তীরে যেভাবে অভিযান পরিচালিত হচ্ছে ঠিক সেভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় খাল, পানি প্রবাহের স্থান যারা দখল করে আছে অথবা অন্য কোনোভাবে অবৈধ স্থাপনা আছে সেগুলো দখলমুক্ত করতে আগামী সপ্তাহ থেকে আমাদের অভিযান শুরু হবে। এই অভিযানে অবৈধ দখলকারী কেউ ছাড় পাবে না।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তর বাড্ডা-সংলগ্ন সুতি খাল পরিদর্শনে এসে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, ‘আমি নগরবাসীর সেবায় সব প্রোটোকল ভেঙে সর্বাত্মক কাজ করতে চাই। ওয়াসার এমডিকে আমি নিজে কল করে জলবদ্ধতা নিরসনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি।
আজ খাল পরিদর্শনে আসার সময় ওয়াসা থেকে প্রধান প্রকৌশলী আমাদের সঙ্গে এসেছেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি জলবদ্ধতা থেকে কিছুটা হলেও নগরবাসীকে মুক্তি দিতে। যদিও বর্ষা মৌসুম প্রায় চলে এসেছে, এই অল্প সময়ের মধ্যে শর্ট টার্মে কী কী করা যায় তা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে কাজ করছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন