শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রধানমন্ত্রীকে গান শোনালেন মেয়র আতিক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৭ এএম

রাজধানীর মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দিতে এসে প্রধানমন্ত্রীকে গান শোনালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানটি কালশী বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

মিরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আতিকুল ইসলাম বলেন, ষোল কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা..., দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা।’ এসময় প্রধানমন্ত্রীকে হাততালি দিতে দেখা যায়।

কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন