শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে মিছিল

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ২:১২ পিএম

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্য ভবন যায় প্রগতিশীল বামজোট ও কোটা সংস্কারপন্থীসহ ডাকসু নির্বাচন বর্জনকারী সব প্যানেলের কর্মীরা।
বুধবার বেলা পৌনে ১টার দিকে সব প্যানেল এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে সবাই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে।

মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে মধুর ক্যান্টিন ঘুরে কলাভবন হয়ে ভিসির বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। ‘প্রহসনের নির্বাচন মানি না মানবো না’, ‘জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, ‘হামলা করে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ডাকসু রক্ষার দাবিতে গড়ে তুলি আন্দোলন’ এসব স্লোগান দিয়ে মিছিল এগোতে থাকে।

পরে ভিসি ভবনে না গিয়ে আন্দোলনকারীরা রেজিস্টার ভবনের নিচে গিয়ে অবস্থান নেয়।


সেখানে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী বলেন, আমরা ৫টি প্যানেল পুনঃনির্বাচন চাই। আমাদের কেউ শপথ করবে না। এই ডাকসু আমাদের না, আমরা নতুন করে তফসিল দিয়ে পুনঃনির্বাচন চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন