শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবু | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ২:৩৬ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায় রাস্তার পাশ থেকে ফুলবাড়ী থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুলিশ সদস্যের বাড়ী বগুড়া আদমদীঘি বাড় আখিরা গ্রামে। 

পুলিশ জানায়, গতরাতে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে রাস্তার পাশের জমিতে মোটর সাইকেলসহ ঐ পুলিশ সদস্যকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, গতরাত ৯টার দিকে থানার ডিউটি করেন সে। পড়ে ব্যাক্তিগত কাজে মোটর সাইকেল চালিয়ে পুর্ব ফুলমতি গ্রামে যাওয়ার পথে চলন্ত গাড়ীতেই সে হার্ট এটাক করে রাস্তার পাশে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। সে হার্টের রোগী ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন