শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৪:২৯ পিএম

কুষ্টিয়ার মিরপুরে আনজেরা খাতুন (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনজেরা আমলা ইউনিয়নের কচুবাড়িয়া এলাকার নজরুল ইসলাম ওরফে নজুর প্রথম স্ত্রী এবং দুই সন্তানের জননী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া ক্যানেলপাড়াস্থ তার নিজ ঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের প্রতিবেশী নাসির জানান, নজু দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই আছে। শুক্রবার সকালে নজু আনজেরাকে শোবার ঘরে ঝুলতে দেখে স্থানীয়দের ডেকে আনে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আমলা পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়ার কারণে মারা গেছে। পারিবারিক কলোহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন