রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পূর্ণিমার কারণেই চলচ্চিত্রে প্রতিষ্ঠা পান অপু বিশ্বাস!

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পূর্ণিমার ছেড়ে দেয়া সিনেমায় অভিনয় করে বেশ কয়েকজন নায়িকা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এদের মধ্যে অপু বিশ্বাস ও সুইডেন প্রবাসী তামান্না অন্যতম। ২০০৬ সালে ডিপজল প্রযোজিত ও এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় নায়িকা হওয়ার কথা ছিল পূর্ণিমার। হঠাৎ করেই পূর্ণিমার পরিবর্তে সিনেমাটিতে নেয়া হয় আমজাদ হোসেনের কাল সকালে  সিনেমায় শাবনূরের বান্ধবী চরিত্রে অভিনয় করা অপু বিশ্বাসকে। কোটি টাকার কাবিন সিনেমাটি সে সময় সুপার-ডুপার হিট হয়। বলা হয়, চলচ্চিত্রের অশ্লীলতার যুগের অবসান ঘটায় সিনেমাটি। আর এ সিনেমার মাধ্যমে অপু বিশ্বাসও চলচ্চিত্রে নায়িকা হওয়ার ভিত পেয়ে যান। শাকিবও দ্বিতীয় সারির নায়ক থেকে প্রথম সারির নায়কে পরিণত হতে শুরু করেন। তারপর ডিপজলের পশাপাশি শাকিব-অপুকে নিয়ে এফ আই মানিক একের পর এক নির্মাণ করেন পিতার আসন, চাচ্চু, দাদীমা। ডিপজলের প্রযোজনায় এফ আই মানিকের পরিচালনায় একটানা ৪ সিনেমার সাফল্যে চলচ্চিত্রের অন্যতম সফল জুটির আখ্যা পান শাকিব-অপু। তার আগে মরহুম শহীদুল হক খোকনের সুপারহিট সিনেমা ভ-’তে নায়িকা হওয়ার কথা ছিল পূর্ণিমার। তবে সে সময় পূর্ণিমার পরিবর্তে নেয়া হয় আনকোড়া তামান্নাকে। পূর্ণিমা যদি সিনেমাটি করতেন তাহলে চলচ্চিত্রে তামান্না নামে কোনো নায়িকার আগমন ঘটতো না। এরপর দেবদাস সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয়ের কথা ছিল পূর্ণিমার। পরবর্তীতে এ সিনেমায় নেয়া হয় অপু বিশ্বাসকে। চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার পায়। অর্থাৎ পূর্ণিমার ছেড়ে দেয়া সিনেমার মাধ্যমে অপু বিশ্বাস আজ প্রতিষ্ঠিত নায়িকা হয়েছেন। সেই অপু বিশ্বাসই সম্প্রতি বসগিরি নামে একটি সিনেমা ছেড়ে দিয়েছেন। তার জায়গায় নেয়া হয়েছে বাংলাভিশনের খবর পাঠিকা শবনম বুবলিকে। এখন দেখার বিষয় চলচ্চিত্রে বুবলির কপাল খুলে কিনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন