শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফেরদৌস আরার কণ্ঠে চারটি নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার কণ্ঠে চারটি নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও নির্মাণ করবেন চার জন নির্মাতা। তারা হলেন- চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, বিজ্ঞাপন নির্মাতা রেবেকা সুলতানা বিন্তি, চ্যানেল আই-এর প্রযোজক অনন্যা রুমা এবং নাট্য নির্মাতা লুৎফুন্নাহার মৌসুমী। ‘তোমার বুকের ফুলদানিতে...’ নজরুলের এই গানের ওপর চলচ্চিত্রের আদলে ভিডিও চিত্র বানাবেন নারগিস আক্তার। শফিপুরের আনসার একাডেমি প্রাঙ্গণে ইতিমধ্যে এই গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। ‘নহে নহে আঁখি প্রিয় এ নয় আঁখি জল’ এই গানে বাংলাদেশ সেনাবাহিনীর আত্মত্যাগের ওপর ভিত্তি করে মিউজিক ভিডিও বানাচ্ছেন রেবেকা সুলতানা বিন্তি। এই গানে ফেরদৌস আরার সাথে মডেল হিসেবে রয়েছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন আজাদ। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় এই মিউজিক ভিডিওর দৃশ্য ধারন করা হয়েছে। ‘বাকা চোখে চাহে’ গানের ওপর মিউজিক ভিডিও বানাচ্ছেন অনন্যা রুমা। এই গানে ফেরদৌস আরার সাথে মডেল হিসেবে রয়েছেন দিলরুবা সাথী, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারকা জহির আলভী। ভিডিও চিত্রের কিছু অংশ বলাকা সিনে ওয়ার্ল্ড-এ ধারণ করা হয়েছে। ‘নয়ন ভরা জল গো তোমার’ গানের ভিডিও চিত্রি নির্মাণ করছেন লুৎফুন্নাহার মৌসুমী। পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় এই গানের ওপর ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। ২৫ মে রাত ৮টায় চ্যানেল আই-এ জাতীয় এই বিশেষ মিউজিক ভিডিও প্রচার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন