বিনোদন ডেস্ক : মা হারা মেয়ে পারমিতা। স্কুল মাস্টার নাবিলের মত ভালো ছেলের সন্ধান পেয়ে বাবা তাকে বিয়ে দেয়। বিয়ের পর ভালোই চলছিল তার সংসার। কিন্তু কিছুদিন যেতেই পারমিতার শরীর খারাপ হয়ে পড়ে। দু’দিন পরপর প্রচ- জ্বর আসে। স্বামী নাবিল চিন্তিত হয়ে পড়ে। কোন ঔষধেও যখন কাজ হচ্ছিলো না তখন নাবিল গ্রামের মানুষের কথা মত এক তান্ত্রিকের দ্বারস্থ হয়। তান্ত্রিক বাড়িতে অশুভ ছায়া আছে বলে তার তন্ত্র সাধন শুরু করে এবং আঘাত করতে করতে একসময় পারমিতাকে মেরেই ফেলে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘জলনূপুর ও পারমিতার গল্প’। পৃথু রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শশী, মাসুম আজিজ প্রমুখ। আজ ১৯ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন