স্টাফ রিপোর্টার : সম্প্রতি কুমিল্লা কবি ফোরামের উদ্যোগে দেশের প্রখ্যাত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা প্রদান করা হয়। কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শাহাদাত ইসলাম সবুজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল। ঢাকা থেকে অনুষ্ঠানে অংশ নেন দেশের বিখ্যাত সংগীতশিল্পী ইয়াকুব আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট বিত্রপরিচালক মুজিবুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজন দাশ, আজাদ সরকার লিটন। কবিতা পাঠে অংশ নেন আবৃত্তিকার ফাহিম, কবি আবদুল আউয়াল সরকার, খায়রুল বাশার বাঁধন, হাসান পিয়াস, এমদাদুল হক ইয়াছিন, মোঃ আল আমিন, কবি সুমন চন্দ্র রায়, ড. খাইরুল ইসলাম সুমন, কবি নুসরাত জাহান নিশি, তাসলিমা সরকার লিয়া, ফারজানা ফাইজা, সানজিদা আক্তার, শরীফুল ইসলাম বিজয়, ইউসুফ কবিয়াল, মাহমুদ কচি, সোহাগ শান্তনুর, আজি উল্যাহ হানিফ, মোঃ তুহিন আহমেদ, রো. আবু নেছার উদ্দিন, ফারহানা আক্তার রিমা, সোহেল আহমুদ, দেলোয়ার, আপন প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, রেজাউদ্দিন স্টালিন এই সময়ের উল্লেখযোগ্য কবি। তিনি তাঁর সময়কে অসম্ভব আন্তরিকতা ধারণ করেছেন। তাঁর কবিতা গণমানুষের মুক্তি ও আকাক্সক্ষার শৈল্পিক উচ্চারণ। শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও আজ স্টালিন সমাদৃত। অনুষ্ঠানে অসংখ্য কবিতা প্রেমী উপস্থিত ছিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন