জাতীয় গ্রিডের খুলনা-বরিশাল এবং ভেড়ামারা-ফরিদপুর-বরিশাল সঞ্চালন লাইন ট্রিপ করায় রাত ১০টায় বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
একই সঙ্গে বরিশালের সামিট পাওয়ারের ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও ট্রিপ করেছে। এর ফলে মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর,বরগুনা ও ঝালকাঠি জেলায় একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন ট্রিপ করার মিনিট পাঁচেকের মধ্যে হালকা কালবৈশাখী জনজীবনের বিপর্যস্ত করে তোলে।
দক্ষিণাঞ্চলের ৭ জেলার মানুষ অন্ধকারে রয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন