শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

গোপালগঞ্জে আট শিক্ষার্থীর চিকিৎসায় সাড়ে ছয় লাখ টাকা অনুদান

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১:০৭ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬ লাখ ৫২ হাজার ৬০০ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খোন্দকার নাসিরউদ্দিন তার কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আট শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. রিপন (দুই লাখ), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম (এক লাখ নব্বই হাজার), রসায়ন বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম (এক লাখ), মনোবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র তুজান তানভীর (পঞ্চাশ হাজার), সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. সাইফুল ইসলাম (চল্লিশ হাজার), কৃষি বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ (ত্রিশ হাজার), আইন বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. আঃ রহিম বাদশা (বারো হাজার), এসিসিই বিভাগের ছাত্র হাফিজুর রহমান (দশ হাজার ছয়শ’)। এছাড়া কর্মচারী পলি খানমকে বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ. ছাত্তার, এলভিএম বিভাগের প্রফেসর ড. গোলাম শাহী আলম, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, ইটিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন