রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে আহতদের সাক্ষ্য নিয়েছে তদন্ত দল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৬:০৪ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রানালয় গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল। বুধ ও বৃহষ্পতিবার দু’দফায় সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বিজিবির গুলিতে আহত ব্যক্তি ও স্থানীয়দের স্বাক্ষ্য নেয়া হয়। হতাহতের ঘটনায় আহতদের কাছে ঘটনার বিবরণ ও স্বাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে তবে আহতদের মধ্যে জয়গুণ, তৈমুর রহমান, সাদেকুল ইসলাম, আনারুল, রুবেল, মিঠুন দাবি করেছেন এখন পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক ভাবে কোনো সহায়তা করা হয়নি , সেটা যেন দেয়া হয়। এই ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সাথে কথা বললে তিনি ইনকিলাবকে জানান যে, তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আার্থিক সাহায্য করা হবে কিনা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আহতরা দোষী ব্যক্তিদের বিচারের দাবি ও জানান। তদন্ত কমিটির প্রধান জননিরাপত্তার বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মোঃ মহসিন চৌধুরী, মোঃ জাকির হোসেন (উপ-সচিব জননিরাপত্তা বিভাগ), বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্ণেল মোর্শেদ জেলা প্রশাসকের প্রতিনিধি ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম, জেলা পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুল আলম। গত ১২ই ফ্রেব্রুয়ারী বিজিবি ও গ্রামবাসি সংঘর্ষে বিবিজির গুলিতে শিশু জয়নুল, কৃষক সাদেক ও শিক্ষক নবাব নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন