বিনোদন ডেস্ক : চলতি বছরের ৪ জানুয়ারি রাজধানীর বনানীতে চিত্রনায়িকা নিপুণ চালু করেন বিউটি পার্লার ‘টিউলিপ’। এবার নিপুণ ‘টিউলিপ’-এর পাশাপাশি একটি কফি শপের কাজ শুরু করেছেন। ঈদের পর এটি চালু করা হবে বলে জানান নিপুণ। এর ফলে একজন ব্যবসায়ী হিসেবে নিপুণের জোরেশোরে যাত্রা শুরু হলো। নিপুণ বলেন, ‘পুরোপুরি ব্যবসায়ী হয়ে যাচ্ছি। না হয়ে উপায়ও নেই। চলচ্চিত্রে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। মেধাবী বা গুণী শিল্পীদের কদর নেই। তাই আগেই নিজের ভবিষ্যৎ গড়ার চিন্তা করছি। নাহলে পরবর্তীতে দুঃখ পেতে হবে। বিষয়টি বিবেচনা করেই নিজেকে পুরোপুরি ব্যবসায়ী হিসেবে গড়ে তুলছি।’ এদিকে ঈদে নিপুণকে একমাত্র রিয়াজের বিপরীতে মাসুদ সেজানের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। রিয়াজের সঙ্গে নিপুণ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এবং নাটকেও অভিনয় করেছেন। ঈদের পর থেকে নিপুণ এনটিভির ‘হা শো’র বিচারক হিসেবে কাজ করবেন জুয়েল আইচের সঙ্গে। এর আগেও তিনি এর বিচারক হিসেবে কাজ করেছেন। নিপুণ এরই মধ্যে শেষ করেছেন দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় ‘৫২ থেকে ৭১’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। ফেরদৌস’র সঙ্গে সর্বশেষ ডা. অরূপ রতন চৌধুরী নির্মিত ‘স্বর্গ থেকে নরক’ এবং মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ ছবি দুটি মুক্তি পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন