বিনোদন ডেস্ক : শীঘ্রই বিভিন্ন টিভি চ্যানেলে এবং ইউটুবে আসছে রতন কুমারের লেখা, সুর করা ও গাওয়া ‘হাসি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। একস্টিক বাঁশিতে ছিলেন শহীদ, গীটারে তমাল। গানটিতে মডেল হয়েছেন শিল্পী নিজে মডেল ও অভিনেত্রী রুপু। ভিডিওচিত্র পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি প্রসঙ্গে রতন কুমার বলেন, কল্পনায় একজন সুহাসিনীকে প্রশংসা করতে গিয়ে, গীতি কবিতায় সে তার মতো করে কাব্য প্রয়োগ করেছেন। সে গীতি কবিতা সুরের মাধুরী দিয়ে গানটি করা হয়েছে। এটা আমার প্রথম মিউজিক ভিডিও। শ্রোতাদর্শকদের সাড়া পেলে, ‘দিওনা আমায় ফিরিয়ে’ প্রথম অ্যালবামের প্রতিটি গান একের পর এক ভিডিও করে দর্শক-শ্রোতাদের উপহার দেব। আশা করছি ‘হাসি’ মিউজিক ভিডিওটি সঙ্গীত অনুরাগীদের মন ছুঁতে সক্ষম হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন