শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

‘নারীর প্রতি ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত করতে হবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের নারীদের লতা নয় বৃক্ষ হতে জানতে হবে। নারীদের শিক্ষায়,সংস্কৃতিতে উপযুক্ত দীক্ষায় দীক্ষিত হতে হবে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁও পিকেএসএফ মিলনায়তনে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশ্ব নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদে স্পীকার নারী, সংসদ উপনেতা নারী, বর্তমান শিক্ষামন্ত্রী নারী, গত সংসদের বিরোধীদলীয় নেতা ছিল নারী। আমাদের বর্তমান সরকার দেশের নারীর ক্ষমতায়নে সব দিক দিয়েই গত ১০ বছর নিরলস কাজ করেছে। স্থানীয় সরকারের জন প্রতিনিধি থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও নারীর ক্ষমতায়ন ঘটেছে। নারী পুলিশ সুপার,নারী জেলা প্রশাসক, নারীরা এখন সচিব হর হামেশাই হচ্ছে।
মন্ত্রী বলেন, নারীরা শিক্ষায় ছেলেদের থেকেও এখন এগিয়ে,প্রতনিয়ত খেলাধুলায় দেশের সম্মান বয়ে আনছে। এসবই বর্তমান সরকারের নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভুমিকার সুফল। তবে এত কিছুর পরেও নারীর প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির খুব বেশি পরিবর্তন হয়নি। নারীর প্রতি সম্মান দেখাতে দৃষ্টিভঙ্গির আরো পরিবর্তন আনতে হবে। নারীর সম্মানের প্রতি আমাদের সম্মিলিত ও ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত করতে হবে। পিকেএসএফের চেয়ারম্যান ড. খলীকুজ্জমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিকেএসএফের ব্যাবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, সদস্য ড. প্রতিমা পাল, মহাব্যাবস্থাপক একেএম নুরুজ্জামান। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় শিশু নিলয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসিমা বেগমকে সম্মাননা পুরষ্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন