শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গন্ডি সিনেমার দ্বিতীয় পর্যায়ের শূটিং কক্সবাজারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

‘ভুবন মাঝি’ সিনেমাখ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খানের নতুন চলচ্চিত্র ‘গন্ডি’র দ্বিতীয় পর্যাযের কাজ শুরু হয়েছে। সিনেমাটির শূটিং এখন কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চলছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটির কাহিনী মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে। সব্যসাচী চক্রবর্তী বলেন, সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বরাবরের মতো এবারও বাংলাদেশে এসে ভালো লাগছে। এখানকার মানুষেরা এত আন্তরিক যে প্রতি মুহুর্তে আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমার এ সম্মান প্রাপ্য কিনা তাতে আমার সন্দেহ আছে। ফাখরুল আরেফীন খান ও তার সুযোগ্য সহকর্মীদের কাজে আমি মুগ্ধ। শূটিং শেষে বোধহয় তাদের ফ্যান হয়ে ফিরে যাবো। আর বাংলাদেশে এর আগে আসলেও এবারই প্রথম কক্সবাজার এলাম। দারুণ একটা জায়গা। মনে হচ্ছে আবারও এখানে আসতে হবে।’ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গন্ডি’র গল্পটি বেশ ভালো বলেই এতে অভিনয় করতে রাজি হয়েছি। পাশাপাশি এতে আমার সহশিল্পী পশ্চিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তিনি দারুণ একজন অভিনেতা। আশা করছি, ভালো একটি কাজ হবে।’ ‘গন্ডি’ ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। ফাখরুল আরেফীন খান জানান, সিনেমার শূটিং ও শূটিং পরবর্তি কাজ চলবে এ বছরের পুরোটা সময়। আর ২০২০ সালের শুরুতে মুক্তি পাবে।উল্লেখ্য, কয়েকমাস আগে সিনেমাটির প্রথম পর্যায়ের দৃশ্যধারণ হয় লন্ডনের বেশ কয়েকটি স্থানে। সেখানে অংশ নেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান ও ফিয়োনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন