শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক প্রতিযোগিতার ফাইনালে লালমাটিয়া মহিলা কলেজ ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

দেশে প্রথমবারের মত আয়োজিত সহিংস উগ্রবাদ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল আগামী ৩০ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। ‘তারুণ রুখবে উগ্রবাদ স্নোগানে’ আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। দেশের বিভিন্ন জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্ত প্রতিযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজের ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা একে অপরের মুখোমুখি হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে উক্ত প্রতিযোগিতার সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন। ‘তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে’ শীর্ষক বিষয়ের উপর গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. মনিরুল ইসলাম এফডিসিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এর আগে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকলেও আমরাই এই প্রথম মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মাদরাসার শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। যা সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। তরুণ সমাজকে সহিংস উগ্রবাদ প্রতিরোধে উদ্ভুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজনের প্রধান লক্ষ্য বলে জানান কিরণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন