শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৬৭ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫১ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৭৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ২৯ লাখ টাকা।
সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ১০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এমারেল্ড অয়েল, ডোরিন পাওয়ার, ইফাদ অটোমোবাইল এবং খান ব্রাদার্স পিপি ওভেন।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৫৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, ডোরিন পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন