শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রামপুরায় সড়ক অবরোধ করে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:৩৭ পিএম | আপডেট : ১২:৪৩ পিএম, ২৮ মার্চ, ২০১৯

রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। এতে করে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এই রোড দিয়ে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শ্রমিকরা অবরোধ কর্মসূচি থেকে বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

শ্রমিকরা বলছেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন