রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এফএফএসবি’র জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) দীর্ঘদিন ধরেই জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবী জানিয়ে আসছে। আবারও তারা এ দাবী জানিয়েছে। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুনরায় দাবিটি তোলেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ স¤পাদক বেলায়াত হোসেন মামুন। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে এবং বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে দেশীয় চলচ্চিত্রের মেলবন্ধনে জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের বিকল্প নেই। এটি হবে মুক্ত, স্বাধীন চলচ্চিত্র সংস্কৃতিচর্চার অবাধ স্পেস। জাতীয় চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার মধ্যে দিয়ে এমন একটি পরিসর গোড়ে তোলার দাবি জানাচ্ছি। অনেকদিন আগে থেকেই এই দাবি করে আসছেন বাংলাদেশ চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত কর্মীরা। বিষয়টি নিয়ে ২০১৭ সালের ৮ এপ্রিল জাতীয় চলচ্চিত্র সভা শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে এফএফএসবি। সেখানে প্রধান অতিথি ছিলেন সেসময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভায় সভাপতিত্ব করেছিলেন প্রয়াত নায়করাজ রাজ্জাক। তখন তথ্যমন্ত্রী বলেছিলেন জাতীয় চলচ্চিত্র কেন্দ্র হবে। শিঘ্রই এই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। সেই সভার পর দুই বছর পার হলেও উদ্যোগ নেয়া হয়নি। গত ১৯ মার্চ এফএফএসবির একটি প্রতিনিধি দল দেখা করেন বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে। মন্ত্রীর হাতে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি এবং প্রয়োজনীয়তা লিখিতভাবে তুলে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে কি করা যায় তা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। তথ্যমন্ত্রীকে লিখিত দাবি দেয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তরেও দাবিটি পাঠানোর কথা জানান বেলায়াত হোসেন মামুন। তিনি বলেন, এফএফএসবির প্রণীত রূপরেখা সংযুক্ত করে আমাদের স্মারকলিপিটি আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রদান করা হবে। জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবী ছাড়াও আরেকটি দাবী জানানো হয় এফএফএসবির পক্ষ থেকে। দাবীটি হলো সরকারের চলচ্চিত্র বিষয়ে সব নীতিনির্ধারণী কার্যক্রমে ফেডারেশনের অংশগ্রহণ নিশ্চিত করা। বেলায়াত হোসেন বলেন, বিগত সময়গুলোতে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেমন চলচ্চিত্র সেন্সর বোর্ড কমিটি, চলচ্চিত্র অনুদান প্রদানের দুটি কমিটি (পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য), জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জুরি কমিটি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিচালনা পরিষদ, জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের নির্বাহী কমিটিতে এফএফএসবির কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের বয়স ৫৬ বছর অতিক্রম করছে। যার মধ্যে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের বয়স ৪৬ বছর চলছে। এর মধ্যে চলচ্চিত্র সংসদগুলোর কার্যক্রমে কখনোই সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়নি বলে বক্তব্যে উল্লেখ করেন বেলায়াত হোসেন মামুন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, চলচ্চিত্র পরিচালক রাজিবুল হোসেন, প্রসুন রহমান ও চলচ্চিত্রকর্মী সিরাজুল ইসলাম খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন