শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টিভি অনুষ্ঠান উপস্থাপনায় রাধিকা আপ্তে

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

বলিউডের নন্দিত অভিনেত্রী রাধিকা আপ্তে সাময়িকভাবে হলেও এটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন। এই উপস্থাপনার উদ্দেশ্য অবশ্য তার আসন্ন একটি চলচ্চিত্রের প্রচারণা।
‘হান্টারর’, ‘অহল্যা’, ‘বদলাপুর’ এবং ‘মাঁঝি’র মত চলচ্চিত্রে অভিনয় করে রাধিকা ব্যাপক পরিচিতি আর জনপ্রিয়তা পেয়েছেন।
রাধিকাকে অচিরেই সোনি টিভির জনপ্রিয় ‘ক্রাইম প্যাট্রল’ অনুষ্ঠানটির একটি পর্ব উপস্থাপনা করতে দেখা যাবে। এই বছরই অভিনেত্রীটির ‘ফোবিয়া’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। প্রধানত এই চলচ্চিত্রটিকে উপলক্ষ করেই তিনি টিভিতে আত্মপ্রকাশ করছেন।
অপরাধ নিয়ে নির্মিত ‘ক্রাইম প্যাট্রল’ ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের একটি। এর আগে বলিউড তারকাদের মধ্যে রণবীর সিং এবং অজয় দেবগন এই সিরিজের বেশ কয়েকটি পর্ব উপস্থাপনা করেছেন। রাধিকার ‘ফোবিয়া’ এখন পোস্ট-প্রডাকশন পর্যায়ে আছে। তিনি এছাড়া ‘কৃতি’ এবং ‘অয়েস্টার’ চলচ্চিত্র দুটি নিয়ে ব্যস্ত আছেন। তার আসন্ন চলচ্চিত্রের মধ্যে একটি গূনিত মোঙ্গার ‘দি আশ্রম’; এতে তিনি মার্কিন অভিনেতা ক্যাল পেনের বিপরীতে অভিনয় করবেন। এরপর তিনি রজনীকান্তর সঙ্গে গ্যাঙস্টার ড্রামা 'কাবালি’তে কাজ করবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন