স্টাফ রিপোর্টার : গত মাসে ছেলে ফারদিনকে নিয়ে যুক্তরাষ্ট্র হিয়েছিলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। সেখানে ছেলের পড়াশোনার জন্য ভর্তি করাতে গিয়েছিলেন। এবার এই দম্পতি গেলেন কানাডার টরন্টোতে। সেখানে ৭২০ মিডল্যান্ড অ্যাভিনিউতে রূপায়ন বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৬ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছেন। আজ দুই দিনব্যাপী এই উৎসব শুরু হচ্ছে। যাওয়ার আগে এয়ার পোর্ট থেকে নিজের ফেসবুক ওয়ালে সেলফি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ৩১ ঘণ্টার একটা বিশাল জার্নি শুরু করবো কিছুক্ষণ পর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। রূপায়ন বাংলাদেশ ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে আরও একঝাঁক তারকা যোগ দেওয়ার কথা। এই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, আঁখি আলমগীর, নায়ক ফেরদৌস, আজিজুল হাকিম, উপস্থাপক খন্দকার ইসমাইল ও জিনাত হাকিমসহ আরও অনেকে। ফেস্টিভ্যালের পরিবেশনা শেষ করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাবে ছেলে ফারদিনকে দেখতে। ফারদিনকে দেখে দেশে ফিরবেন এই তারকা দ¤পতি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন