রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হওয়ার একদিন যেতে না যেতেই আবারও আরেকটি ভবনে আগুন লেগেছে। বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনটির চারতলায় রান্না ঘরে আগুনের সূত্রপাত।
আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির পাঁচতলার এক বাসিন্দা জানান, চারতলার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হতে শুরু করেছেন।
এদিকে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছেন, বারিধারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। একইসঙ্গে অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন