২০০৭ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ঘুড্ডি। তাদের প্রথম অ্যালবাম ‘নাটাই’ প্রকাশিত হয় ২০১১ সালে। তারপর আর কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি। প্রায় আট বছর পর দলটি প্রকাশ করেছে তার দ্বিতীয় অ্যালবাম ‘মানচিত্র’। ছয়টি দেশের গান নিয়ে ঘুড্ডির নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে ডিজিটাল মাধ্যমে। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানগুলো শোনা যাচ্ছে।অ্যালবামের গানগুলো হলো-শহর কথন, বীরশ্রেষ্ঠ, বর্ণ, মানচিত্র, তুমি এবং সরণী ৭১। গানগুলো লিখেছেন নীল মাহবুব। এছাড়াও অ্যালবামে একাত্তরের চিঠি থেকে পাঠ রয়েছে। ঘুড্ডি ব্যান্ডদলের সদস্যরা হলেন-সুমন (গিটার), অদিত (কীবোর্ড), ফায়সাল (ভোকাল), অনিক (ড্রামস), মামুন (গিটার), জয় (গিটার) এবং আসিফ (আবৃত্তি)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন