শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ধোঁয়ায় আচ্ছন্ন গুলশান কাঁচাবাজার এলাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৯:০৪ এএম

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে।
পাশের শপিং সেন্টারের ৩য় তলায় ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে কাঁচাবাজারসহ আশপাশের এলাকা। ধোঁয়ায় বাজারের কাছেও যাওয়া যাচ্ছে না।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর ২টি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বছরের জানুয়ারির ২ তারিখে একই জায়গায় আগুন লেগেছিল। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন,আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই অগ্নিকান্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ম নাছিরউদ্দীন শাহ ৩০ মার্চ, ২০১৯, ১২:২৩ পিএম says : 0
আগুন আর আগুন রাষ্ট্রের মাননীয় প্রধান মন্ত্রী থেকে সব ব্যক্তি প্রতিষ্ঠান ব্যাথিত শোকাহত এবং মতামত দিচ্ছেন। তদন্ত কমিটি হচ্ছে। প্রতিবেদন দিবেন। ব্যাচ। যে সব এলাকায় যে প্রতিষ্টানে ভয়াবহ আগুন জ্বলছে। এটি নিছক সাধারণ ঘটনা নয়। কারো না কারো দ্বারা হচ্ছে। আরো অনেক ভয়াবহ আগুন জ্বলবে। কিছুই হবে না। এই সবের জন্য প্রয়োজন আইন। কঠিন কঠোরভাবে আইনের দরকার। এক > কোন বানিজ্যিক প্রতিষ্ঠানে হোটেল চাইনিজ সব ইত্যাদি গ্যাস লাইন বন্ধ করে দিতে হবে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক বোর্ড মিটারের অত্য্যধুনিক পযুক্তি ব্যবহার করে নিরাপদ বানাতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান আগুনের সুত্রপাত হয় এমন দায্য প্রদার্থের নথি যথাযথ কতৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রতিমাসে কতৃপক্ষ একবার পরিদর্শন করিবেন। কতৃপক্ষ। সন্দেহভাজন স্হানে মেজিষ্টেটের উপস্হিত থাকিয়া ঐ প্রতিষ্ঠান একমাস বন্ধ করিয়া দিবেন। আরো গঠন মুলক কঠিন কঠোর আইনেই পারবে এই ভয়াবহতা কমাতে। এই দেশে কাচা মরিচ পিয়াছ রশুন চানাবুট তরকারী নিয়ে সরকার দোষারুপ করে শান্তি পান। তাদের মুখের কথার জবাব কাজের মাধ্যমে দিতে হবে।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ৩০ মার্চ, ২০১৯, ১২:২৮ পিএম says : 0
আগুন আর আগুন রাষ্ট্রের মাননীয় প্রধান মন্ত্রী থেকে সব ব্যক্তি প্রতিষ্ঠান ব্যাথিত শোকাহত এবং মতামত দিচ্ছেন। তদন্ত কমিটি হচ্ছে। প্রতিবেদন দিবেন। ব্যাচ। যে সব এলাকায় যে প্রতিষ্টানে ভয়াবহ আগুন জ্বলছে। এটি নিছক সাধারণ ঘটনা নয়। কারো না কারো দ্বারা হচ্ছে। আরো অনেক ভয়াবহ আগুন জ্বলবে। কিছুই হবে না। এই সবের জন্য প্রয়োজন আইন। কঠিন কঠোরভাবে আইনের দরকার। এক > কোন বানিজ্যিক প্রতিষ্ঠানে হোটেল চাইনিজ সব ইত্যাদি গ্যাস লাইন বন্ধ করে দিতে হবে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক বোর্ড মিটারের অত্য্যধুনিক পযুক্তি ব্যবহার করে নিরাপদ বানাতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান আগুনের সুত্রপাত হয় এমন দায্য প্রদার্থের নথি যথাযথ কতৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রতিমাসে কতৃপক্ষ একবার পরিদর্শন করিবেন। কতৃপক্ষ। সন্দেহভাজন স্হানে মেজিষ্টেটের উপস্হিত থাকিয়া ঐ প্রতিষ্ঠান একমাস বন্ধ করিয়া দিবেন। আরো গঠন মুলক কঠিন কঠোর আইনেই পারবে এই ভয়াবহতা কমাতে। এই দেশে কাচা মরিচ পিয়াছ রশুন চানাবুট তরকারী নিয়ে সরকার দোষারুপ করে শান্তি পান। তাদের মুখের কথার জবাব কাজের মাধ্যমে দিতে হবে। দেশ জাতির স্বার্থের প্রয়োজনে সরকার কি পারবেন। এই সাহসী পদক্ষেপ নিতে ?
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ৩০ মার্চ, ২০১৯, ১২:৩৩ পিএম says : 0
আগুন আর আগুন রাষ্ট্রের মাননীয় প্রধান মন্ত্রী থেকে সব ব্যক্তি প্রতিষ্ঠান ব্যাথিত শোকাহত এবং মতামত দিচ্ছেন। তদন্ত কমিটি হচ্ছে। প্রতিবেদন দিবেন। ব্যাচ। যে সব এলাকায় যে প্রতিষ্টানে ভয়াবহ আগুন জ্বলছে। এটি নিছক সাধারণ ঘটনা নয়। কারো না কারো দ্বারা হচ্ছে। আরো অনেক ভয়াবহ আগুন জ্বলবে। কিছুই হবে না। এই সবের জন্য প্রয়োজন আইন। কঠিন কঠোরভাবে আইনের দরকার। এক > কোন বানিজ্যিক প্রতিষ্ঠানে হোটেল চাইনিজ সব ইত্যাদি গ্যাস লাইন বন্ধ করে দিতে হবে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক বোর্ড মিটারের অত্য্যধুনিক পযুক্তি ব্যবহার করে নিরাপদ বানাতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান আগুনের সুত্রপাত হয় এমন দায্য প্রদার্থের নথি যথাযথ কতৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রতিমাসে কতৃপক্ষ একবার পরিদর্শন করিবেন। কতৃপক্ষ। সন্দেহভাজন স্হানে মেজিষ্টেটের উপস্হিত থাকিয়া ঐ প্রতিষ্ঠান একমাস বন্ধ করিয়া দিবেন। আরো গঠন মুলক কঠিন কঠোর আইনেই পারবে এই ভয়াবহতা কমাতে। এই দেশে কাচা মরিচ পিয়াছ রশুন চানাবুট তরকারী নিয়ে সরকার দোষারুপ করে শান্তি পান। তাদের মুখের কথার জবাব কাজের মাধ্যমে দিতে হবে। দেশ জাতির স্বার্থের প্রয়োজনে সরকার কি পারবেন। এই সাহসী পদক্ষেপ নিতে ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন