রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ বাংলাভিশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

‘দৃষ্টি জুড়ে দেশ’-এই স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। আজ ১৩ বছর শেষে ১৪ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশী সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। ১৪ বছরের যাত্রাকে বাংলাভিশন উদ্যাপন করবে বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। সকাল ৯টা থেকে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ের স্টুডিও’তে অনুষ্ঠিত সরাসরি সঙ্গীতানুষ্ঠান-এর পাশাপাশি সারাদিন প্রচারিত হবে শুভেচ্ছা বিনিময় এবং বাংলাভিশনের ১৩ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৩’। সঙ্গীতানুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় এবং গান পরিবেশন করবেন দেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী ও এ প্রজন্মের সঙ্গীতশিল্পীগণ। আবুল হায়াত, জুয়েল আইচ ও সালাহ্উদ্দিন লাভলু’র অংশগ্রহণে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ টক শো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৯’। সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘কাকতাড়–য়াটা কথা বলে’ প্রচার হবে রাত ৯টা ০৫মিনিটে। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া প্রমুখ। সরাসরি সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হবে রাত ১১টা ২৫মিনিটে। রাত ২টায় প্রচারিত হবে বাংলাভিশনের ১৩ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৩’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন