গুলশান কোর্টে শুরু হয়েছে নিক্সমো টেক স্বাধীনতা দিবস স্কোয়াশ টুর্নামেন্টের খেলা। রোববার টুর্নামেন্টের উদ্বোধন করেন গুলশান ক্লাবের সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ ও নিক্সমো টেক গ্রুপের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ। টুর্নামেন্টে ১২৪ জন খেলোয়াড় ১০টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন। গ্রুপগুলো হলো- প্রিমিয়ার বিভাগ, এ-বিভাগ, বি-বিভাগ, অনূর্ধ্ব-১৩ বিভাগ, অনূর্ধ্ব-১৫ বিভাগ (পুরুষ ও নারী), অনূর্ধ্ব-১৭ বিভাগ (নারী), অনূর্ধ্ব-১৯ বিভাগ, উর্ধ্ব-৪৫, উর্ধ্ব-৫৫ এবং নারী বিভাগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন