স্বাধীনতা দিবস স্কোয়াশের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আর্মি ক্লাবের দিলারা সুলতানা। সোমবার গুলশান ক্লাবের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত এই বিভাগের ফাইনালে দিলারা সরাসরি ২-০ সেটে অফিসার্স ক্লাবের লাভলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ‘বি’ বিভাগের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর জামিল সরাসরি ৩-০ সেটে গুলশান ক্লাবের সামির পাশাকে, অফিসার্স ক্লাবের বাবু লাল ৩-১ সেটে নৌবাহিনীর কমান্ডার গনিকে, গুলশান ক্লাবের ফায়াজ রহমান ৩-০ সেটে উত্তরা ক্লাবের বাবু বিশ্বাসকে এবং গুলশান ক্লাবের শায়ান সিরাজ ৩-০ সেটে চট্টগ্রাম ক্লাবের আলমকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। অন্যদিকে প্রিমিয়ার বিভাগের খেলায় আমেরিকান ক্লাবের রাজন কুমার রাজু, গুলশান ক্লাবের সহিদ ও আর্মি ক্লাবের সাহাদাত হোসেন জয় পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন