শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি ঘোষণা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৭:০৬ পিএম

সাভারের আশুলিয়ায় ডিইপিজেডে শ্রমিক অসন্তোষের জেরে একটি কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এই ঘটনায় ওই শ্রমিকরা আশপাশের ৩টি কারখানায় ভাংচুরের চেষ্টা চালালে শিল্প পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় আরও ৪ কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার সকালে ডিইপিজেডের নতুন জোনের ভিতরের তালিসমান-১ কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এরপরই শ্রমিকরা বিক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পাশের ৩টি কারখানাতে ভাংচুরের চেষ্টা চালায়।

এ বিষয়ে ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান শামীম জানান, ডিইপিজেডের নতুন জোনের তালিসমান-১ কারখানার শ্রমিকরা মঙ্গলবার থেকে কারখানায় কাজে যোগ দিয়ে বাৎসরিক ইনক্রিমেন্ট কম দেয়া হচ্ছে অভিযোগ তুলে কর্মবিরতী শুরু করে। কিন্তু কর্তৃপক্ষের দাবি তারা বেপজার নিয়ম অনুযায়ী শ্রমিকদের ইনক্রিমেন্ট দেবার পরও শ্রমিকরা অহেতুক কর্মবিরতী পালন করছে। তাই কারখানা কর্তৃপক্ষ চলমান অসন্তোষের জেরে বুধবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে করে ওই কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যোগদান করতে গিয়ে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে উঠে। এসময় শ্রমিকরা পাশের শাহীন ফ্যাশনসহ মোট ৩টি কারখানায় ভাংচুরের চেষ্টা চালায়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এছাড়া ডিইপিজেডের বাকী কারখানাগুলোতে স্বাভাবিক কাজ চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন