স্টাফ রিপোর্টার, সাভার থেকে
বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সাভারে পাঁচটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সাভার পৌর এলাকার ডগরমমোড়া মহল্লার জালাল আহম্মেদ নিট কম্পোজিট লিমিটেড, উলাইল মহল্লার প্রতীক এ্যাপারেলস লিমিটেড, রাজাশন মহল্লার মারহাবা টেক্সটাইলস লিমিটেড, ছায়াবিথী মহল্লার পিয়াসা গার্মেন্ট লিমিটেড ও সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা এলাকার সিপিএম গার্মেন্টে এ অসন্তোষ দেখা দেয়। শিল্প পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কু- শ্রমিকদের বরাত দিয়ে জানান, মে-জুন মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সকাল থেকে পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছে। তিনি বলেন, মালিক পক্ষের সাথে আলোচনা করে বকেয়া পরিশোধের চেষ্টা চলছে। ঈদকে সামনে রেখে বকেয়া বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় ওই পাঁচটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকের বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করা অনিশ্চিত হয়ে পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন