শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলম্বো বন্দরে ব্রিটিশ যুদ্ধজাহাজ মন্টরোজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ঐতিহ্যগত অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার (এপ্রিল) কলম্বো বন্দরে ব্রিটিশ রয়্যাল নেভির ফ্রিগেড এইচএমএস মন্টরোজকে স্বাগত জানিয়েছে শ্রীলংকা নৌবাহিনী। নেভাল অপারেশন ডিরেক্টর কমোডর সঞ্জিবা দিয়াস ও ব্রিটিশ হাই কমিশনের একটি প্রতিনিধি দল সফরকারি জাহাজটিকে স্বাগত জানায়। পরে এইচএমএস মন্টরোজের কমান্ডিং অফিসার শ্রীলংকার নেভাল কমান্ড হেডকোয়ার্টার্সে কমান্ডার কমোডর কোনর ওনিলের সঙ্গে সাক্ষাত করেন এবং সৌহার্দ্য পূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। মন্টরোজ হলো ১৩৩ মিটার দীর্ঘ ও ৩,৬১০ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন যুদ্ধ জাহাজ। এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন