রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ডাম্বো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম


টিম বার্টন পরিচালিত ফ্যামিলি ফিল্ম ‘ডাম্বো’। ‘ব্যাটম্যান’ (১৯৮৯), এডওয়ার্ড সিজরহ্যান্ড’ (১৯৯০) ‘ব্যাটম্যান রিটার্নস’ (১৯৯২), ‘¯িøপি হলো’ (১৯৯৯), প্ল্যানেট অফ দ্য এপস’ (২০০১), ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ (২০০৫), ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ (২০১০), ‘মিস পেরেগ্রিন’স হোম ফর পিকিউলিয়ার চিল্ড্রেন’ (২০১৬), ‘বিটলজ্যুস টু’ (২০১৮) বার্টন পরিচালিত চলচ্চিত্র। ১৯৪১ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের এনিমেটেড ফিল্মের লাইভ অ্যাকশন রিমেক ‘ডাম্বো’। এক সময় সার্কাসে ঘোড়া আর হাতিতে চড়ে কসরত দেখাত হোল্ট ফারিয়ার (কলিন ফেরেল)। যুদ্ধ থেকে আহত হয়ে ফিরেছে সে তার মাতৃহারা ছেলেমেয়েদের দেখাশোনা করতে। মিলি (নিকো পার্কার) আর জো’র (ফিরলি হবিন্স) সময় কাটে বড় কানের হাতির ছানা ডাম্বোর সঙ্গে। একদিন তারা আবিষ্কার করে ডাম্বো উড়তে পারে। সার্কাসের অধিকারী ম্যাক্স মেডিচি সম্ভাবনা বুঝতে পেরে ডাম্বোকে সার্কাসের রিংয়ে ঢুকিয়ে দেয়। রাতারাতি সাড়া ফেলে দেয় ডাম্বো। বিনোদন উদ্যোক্তা ভ্যান্ডেভিয়ার ডাম্বো আর সার্কাসের অন্যদের নিয়ে ড্রিমল্যান্ড নামে এক প্রয়াস শুরু করে। অ্যারিয়েল আর্টিস্ট মারশাঁকে নিয়ে ডাম্বোর কসরত দর্শক আকর্ষণ করে বিপুলভাবে। এর মধ্যে মিলি আর জো আবিষ্কার করে ড্রিমল্যান্ডের অন্য মন্দ উদ্দেশ্য রয়েছে।
হলিউড শীর্ষ পাঁচ
১. ডাম্বো ২. আস ৩. ক্যাপ্টেন মারভেল ৪. আনপ্ল্যান্্ড ৫. ফাইভ ফিট অ্যাপার্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন