শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চল্লিশের পর বিয়ে করবেন ভাবেননি ক্যামেরন ডিয়াজ

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ জানিয়েছেন তিনি কখনও ভাবেননি তার বয়স ৪০ পেরুলে তিনি আর বিয়ে করবেন। ‘আদার উওম্যান’ তারকাটি গত বছর গুড শার্লট ব্যান্ডের সদস্য বেনজি ম্যাডেনকে (৩৭) বিয়ে করেছেন।
“গত বছর আমি বিয়ে করেছি। ৪০ পেরোবার পর আমি যা করেছি তার মধ্যে এটি সবচেয়ে বড় কাজ, আর এই কাজটি আমাকে নতুনভাবে প্রকাশ করেছে। এই পর্যায়টি দারুণ। আমি ভাবিনি আমি এমনটি করব। আর আমি জানি না আমার স্বামীর সঙ্গে দেখা না হলে আমি তা করতাম কী না। এটি ছিল আকস্মিক,” ডিয়াজ হারপার বাযার সাময়িকীকে বলেন।
তিনি স্বীকার করেন বয়স বাড়া সম্পর্কে তার ধারণা একটু ভিন্ন ধারার হলেও তিনি বয়সের উপযোগী সাজসজ্জায় বিশ্বাস করেন।
“আপনি যদি বিশেষ এক বয়সের পর্যায়ে পৌঁছেন তাহলে নিজেকে উপস্থাপন করা আপনার নিজের ওপর নির্ভর করে, আপনার অন্তর কতটা বয়স্ক হয়েছে তার ওপর আর আপনি জীবনের কোন পর্যায়ে আছেন তার ওপর,” তিনি আরও বলেন। “অনেক পঞ্চাশোর্ধ্ব মানুষও পঁয়ত্রিশের মত। এটা হল এমন এক অভিব্যক্তি যা যেভাবে মনে হয় সেভাবেই তুলে ধরা যায়,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন