শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জার্র্মানির ফিল্ম ফেস্টিভ্যালে অশ্বারোহী তাসমিনা

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অশ্বারোহী তাসমিনা’ জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য ৫১তম প্রিজনেস ইন্টারন্যাশনাল চিল্ড্রেন্স ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভ্যালে’ জেন্ডার ইক্যুইটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। প্রামাণ্যচিত্রটির পরিচালক ফরিদুর রহমান এবং প্রযোজক মাহবুবা বেগম হেনা ২৫মে পর্যন্ত চলাকালীন এই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। প্রামাণ্যচিত্রটি এর আগেই প্রিজনেস ইন্টারন্যাশনাল-এ চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, ‘অশ্বারোহী তাসমিনা’ ইতিপূর্বে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে রয়েছে, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : ওমেনস ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট ফিল্ম ফেস্টিভাল। অফিশিয়াল সিলেকশান ও অনারেবল মেনশন : এলএ সিনে ফেস্ট, লস এঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রান্সসিলভানিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, টার্গুমরেস, রোমানিয়া। কন্ট্রাভিশন ফিল্ম ফেস্টিভাল, বার্লিন, জার্মানি এবং ডকুটিআইএফএফ, তিরানা, আলবেনিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন