স্টাফ রিপোর্টার : গত সপ্তাহে প্রথমবারের মতো অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। এবার আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন। ঈদের ছয় পর্বের একটি বিশেষ নাটকে তিনি অভিনয় করবেন। নাটকটির নাম রিদম অফ লাইফ। আলফা আই প্রযোজিত নাটকটি পরিচালনা করছেন ফরহাদ আহমেদ। জুন মাসের প্রথম সপ্তাহে নাটকটির দৃশ্য ধারণ হবে ঢাকা এবং চট্টগ্রামে। নাটকটিতে কণ্ঠশিল্পী শাফিন আহমেদকে একজন গায়ক হিসেবেই দেখতে পাবেন দর্শক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন