বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে অর্ধশত অবৈধ তছনছ করলে মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৫:৫৮ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। সোমবার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি এলাকার বন্দরঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকায় বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান স্বত্ত্ব্ওে তারা তা আমলে নেয়নি। এরই প্রেক্ষিতে সোমবার অভিযানে নামেন মেয়র আরিফ।
অভিযানকালে স্থানীয় কাউন্সিলর আজম খান, কাউন্সিলর তৈয়ফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ সিলেট সিটি করপোরেশন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন