সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নেটফ্লিক্সের সমালোচনায় হেলেন মিরেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

অভিনেত্রী হেলেন মিরেন সিনেমাকন উৎসবে চলচ্চিত্রের মহান অভিজ্ঞতাকে হত্যা করার জন্য স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের কঠোর সমালোচনা করেছেন। চলচ্চিত্র প্রদর্শকদের বার্ষিক সম্মেলন সিনেমাকনে তিনি মঞ্চে বলেন, “আমি নেটফ্লিক্স ভালবাসি, তবে নেটফ্লিক্স ধ্বংস হোক!” তিনি বিপুল অভিনন্দনের মধ্য দিয়ে ওয়ার্নার ব্রাদার্সের জন্য নির্ধারিত অংশে তার আগামী চলচ্চিত্র ‘দ্য গুড লায়ার’-এর প্রচার করেন। মিরেন আরও বলেন, “সিনেমায় বসে চলচ্চিত্র দেখার মত আর কিছু হয় না।” স্ট্রিমিং কোম্পানি আর সিনেমা থিয়েটারে চলচ্চিত্র মুক্তি নিয়ে যখন দুই পক্ষে বিরোধ চলছে এমন এক সময়ে মিরেন এই মন্তব্য করলেন। স্ট্রিমিং মাধ্যমের প্রতিনিধিরা তাদের নির্মিত চলচ্চিত্রগুলো তাদের চ্যানেলের আগে থিয়েটারে মুক্তি দেবার বিরোধী। লাস ভেগাসের সিজার্স হোটেল অ্যান্ড ক্যাসিনোতে অনুষ্ঠিত সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ থিয়েটার ওউনার্স এবং মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ অ্যামেরিকা স্ট্রিমারদের জন্য অনেকগুলো প্রশ্ন রাখে। ভিডিও অন ডিমান্ড এবং স্ট্রিমিংয়ে চলচ্চিত্র প্রদর্শনের আগে থিয়েটারে প্রদর্শনের সময় কমিয়ে আনার বিষয়ে এক বছর ধরে বিরোধিতা চলছে। নেটফ্লিক্স যে প্রকাশ্যে এই প্রথম সময়োচিত হল তা নয়। এর আগে ২০১৭তে সোনি পিকচার্সের টম রথম্যান এই মাধ্যমটি নিয়ে অশ্রাব্য মন্তব্য করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন