শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাভারে দুর্বৃত্তদের হামলায় শ্রমিকের মৃত্যু

সাভার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১:৩০ পিএম

সাভারে তেঁতুলঝোড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আবুল কাশেম নামে (২২) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দিনগত প্রায় ১০টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে। তিনি তেঁতুলঝোড়ার হরিণধরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে তেঁতুলঝোড়ার পদ্মারমোড় এলাকার কারখানা ছুটি হওয়ার পর বের হলে আবুল কাশেমকে থরে মারধর করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কারখানার শ্রমিকরা উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।কি কারণে তার উপর হামলা করা হয়েছে বা কারা হামলা করেছে এ ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে কারখানার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন