রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার করায়,মামলা ১৫২টি, সাজা ২৭৩ জনকে

ভোলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ২:৪৭ পিএম

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিঃমিঃ মৎস্য অভয়াশ্রম এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ উৎপাদন বৃদ্বিতে জাটকা ইলিশ রক্ষার জন্য সব ধরনের মৎস্য শিকারে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে।

এ আইন অমান্য করে মাছ শিকার করার অপরাধে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৫২ টি মামলা হয়েছে এবং ২৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে প্রায় ৬ লাখ মিটার। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।জাটকা উদ্ধার হয়েছে ৩ হাজার ১৫৩ কেজি এবং অনান্য প্রজাতির কিছু মাছও রয়েছে। উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিম খানা ও হেফজ লিল্লাহ মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন নিষেধাজ্ঞা সময়টা মাছের ডিম ছাড়ার সময়।তাই এ সময় মাছ যাতে নির্বিঘ্নে মাছের ডিম ছাড়তে পারে যার জন্যই এই সময়টা সব ধরনের মাছ ধরার উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই এ সময় নদীতে জাল ফেলে যে কোন ধরনের মাছ শিকার করা,পরিবহন,ক্রয় বিক্রয়,মজুত, প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। আর এই সময়ে জেলেদের মৎস্য শিকার থেকে বিরত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ৯৫ টি, অভিযান হয়েছে ১৪৮ টি, জেলেদের কাছ থেকে জরিমানা আদায় হয়েছে ৬ লাখ ৯৬ হাজার টাকা, নৌকা দোন নিলাম থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা আদায় করা হয়েছে।যা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

তিনি ইনকিলাবকে আরো জানান এ মৎস্য অভয়াশ্রমে মৎস্য শিকার বন্ধ থাকার সুফল আসছে। মাছ উৎপাদন অনেক বেড়েছে। জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান চলছে এবং নিদিষ্ট সময় পর্যন্ত কঠোরভাবে অভিযান অব্যাহত থাকবে। সরকার জেলেদের জন্য আপদকালীন সময়ে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত প্রত্যেক জেলেদের জন্য ৪০ কেজি করে চাল দিচ্ছে।তবে চাল দেয়া নিয়ে জেলেদের রয়ছে অনেক অভিযোগ। জেলেরা যদি সঠিক সময়ে সঠিকভাবে চাল পেত তাহলে হয়ত জেলেরা এখন যারা মৎস্য শিকারে যায় তারাও হয়ত নদীতে মাছ ধরতে যেত না বলেই মনে করছেন অনেক জেলেরা। এব্যাপারে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন নিষেধাজ্ঞা সময়ে অভিযান অব্যাহত থাকবে এবং এ আইন অমান্যকারী কাউকে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন