ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই একটি কার্গোডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- শ্রমিক শাহ আলম ও জুয়েল।
বৃহস্পতিবার সকাল পশুর নদীতে হারবারিয়া এলাকায় ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ফয়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা।
মৃত শাহ আলম ও জুয়েলের বাড়ি মোংলা। নিখোঁজ শ্রমিক হেমায়েতের সন্ধান চলছে বলে জানান মোংলা বন্দর কতৃপক্ষ হার্বার মাস্টার কমান্ডার মো. দুরুল হুদা।
তিনি জানান, মঙ্গলবার রাতে হঠাৎ প্রচণ্ড ঝড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে ‘এমডি হারদ্দা’ নামে ওই কার্গোটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনও নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে আজ সকাল ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন