শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিয়েতে তাড়া নেই : ইউলিয়া ভান্তুর

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

যখন বলিউডে সুপারস্টার সালমান খানের সঙ্গে তার বিয়ে নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা চলছে রোমানিয়ার সুন্দরী ইউলিয়া ভান্তুর জানিয়েছেন অচিরই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তার।
এই বছরের শেষেই সালমানের সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে এমন এক গুজবের জবাব দিয়েছেন তিনি তার ইনস্টাগ্রামের মাধ্যমে। এছাড়া একজন গায়কে সঙ্গে তার আগে বিয়ে হয়েছিল এমন রটনারও প্রতিবাদ করেছেন তিনি। “প্রিয় বন্ধুরা, কোনই গুজবে প্রতিক্রিয়া দেখাবার প্রয়োজন বোধ করি না... কিন্তু এখন আমি বলতে চাই, আমার আগে বিয়ে হয়নি আর বিয়ের পোশাক পরার জন্য আমার কোনও তারা নেই। স্রষ্টা আমাদের মঙ্গল করুক!,” তিনি লিখেছেন।
দীর্ঘদিন ধরেই সালমান আর ইউলিয়ার সম্পর্ক নিয়ে লেখালেখি হচ্ছে তবে তারা কখনও এ বিষয়টি নিয়ে মন্তব্য করেননি।
সম্প্রতি সালমানের মা সালমা আর বোন আলভিরার সঙ্গে ইউলিয়াকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেলে তাদের বিয়ের গুজব রটেন যায়। এরপর প্রীতি জিন্তার বিয়েতেই তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়।
এক অনুষ্ঠানে বিয়ে সম্পর্কে মন্তব্য করতে বললে সালমান তা বাতিল না করে জানান, তিনি মিডিয়াকে তার বিয়ের খবর জানাবেন না বরং টুইট করে ভক্তদের জানাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন