একতা কাপুরের ‘কুসুম’ সিরিয়ালে নাম ভ‚মিকায় অভিনয় করে খ্যাত নওশিন সরদার আলি টেলিভিশন পর্দায় ফিরছেন একটি ফিকশন শোয়ের মাধ্যমে।
“আমি বলতে পারি যে আমি অচিরেই টিভি পর্দায় ফিরছি, তবে আমি এই বিষয়ে আর বেশি কিছু প্রকাশ করতে চাই না,” নওশিন বলেন।
সূত্র জানিয়েছে স্টার প্লাসের একটি শোতে ফিরবেন তিনি।
নিখুঁত এক গৃহবধূর ভ‚মিকায় সফল অভিনয়ের পর নওশিন ‘বিন্দ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং ‘দি অ্যাডভেঞ্চার্স অফ হাতিম’-এর মত সিরিয়ালে অভিনয় করেছেন।
নওশিন মনে করেন তিনি এখনও তার ‘ট্র্যাজেডি কুইন’ পরিচয় বজায় আছে।
“আমি একটি কমেডি ভ‚মিকা খুঁজছিলাম, কিন্তু কোনও একভাবে আমি ট্র্যাজেডি কুইনই রয়ে গেছি। দর্শকরা আমাকে কাঁদতেই দেখতে চায়,” তিনি বলেন।
ভারতীয় টেলিভিশনে পরিবর্তন নিয়ে তিনি বলেন, “ভারতে টেলিভিশনের অগ্রগতি খুব ধীর তবে দৃঢ়।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন