বিনোদন ডেস্ক : ক্রিকেটার, সঙ্গীতশিল্পী, চিত্রনায়ক ও অভিনেত্রীকে নিয়ে নির্মিত হয়েছে নতুন একটি বিজ্ঞাপনচিত্র। এদের মধ্যে রয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ, নিরব ও পিয়া বিপাশা। তাদের দেখা যাবে শপিংমল যমুনা ফিউচার পার্কের একটি বিজ্ঞাপনে। এটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর। নিরব জানান, বিজ্ঞাপনে দেখা যাবে যমুনা ফিউচার পার্কে তিন তরুণী শপিং করতে আসে। এখানে এসে বিভিন্ন সেলিব্রেটিদের সঙ্গে তাদের দেখা হয়। তারা সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তোলে, আড্ডা দেয়। এছাড়া আরো কিছু চমক আছে। সাব্বির রহমান বলেন, খুব ভালো লাগছে বিজ্ঞাপনের কাজটি করে। শুনেছি রমজানের প্রথম থেকেই এটি প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন