শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নেপালে যাচ্ছে জলপ্রপাত ঈদে প্রথম অ্যালবাম

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নেপালে গান করতে যাচ্ছে সময়মুখী গানের ব্যান্ডদল জলপ্রপাত দ্য ব্যান্ড। নেপাল-ভিয়েতনাম ফ্রেন্ডশিপ নামক সংগঠনের আমন্ত্রণে আগামী জুনের ১৭ তারিখে নেপাল যাবে ব্যান্ডলিডার ও মেইন ভোকাল হাসান আহমেদ এর নেতৃত্বে ৫ সদস্যের ব্যান্ড দল। এ সফর দিয়ে প্রথম বিদেশ ট্যুর করছে দলটি। তিন দিনের সফরে একই সংগঠনের আয়োজনে কাঠমান্ডুতে দুইটি অনুষ্ঠানে গান করবে শাহবাগ আন্দোলনের মধ্য দিয়ে ২০১৩ সালে তৈরী হওয়া ব্যান্ড জলপ্রপাত। অন্যদিকে নিজেদের ৬টি গান নিয়ে ঈদুল ফিতরে প্রথম অ্যালবাম করছে ব্যান্ডদলটি। সবগুলো গানের কথা ও সুর করেছেন হাসান আহমেদ। দলের অন্য সদস্যরা হলেন হাসান আহমেদ (ভোকাল), রবিউল ইসলাম রনি (ভোকাল), রানা (গীটার-আমন্ত্রিত), বাবু (কাওন) ও আসিফুজ্জামান পৃথিল (ব্যান্ড ম্যানেজার)। জলপ্রপাত প্রধান হাসান আহমেদ বলেন, সংগীত-সংগ্রাম-স্বদেশ এই তিন প্রতিজ্ঞায় পণ করে সময়ের কথা গানে গানে বলে আমাদের ব্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন