বিনোদন ডেস্ক : নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে তিনি শেষ করেছেন মেজবাউর রহমান সুমনের গল্পে হিমেল আশরাফের চিত্রনাট্য ও পরিচালনায় ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’ এবং ইশতিয়াক আহমেদ রুমেলের নির্দেশনায় ‘ডিস্টার্ব’ নাটকের কাজ। এছাড়া নূরুল আলম আতিক এবং ইশতিয়াক আহমেদ রুমেলের নির্দেশনায় আরো দুটি নাটকে অভিনয় করার কথা রয়েছে। ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’ ঈদে আরটিভিতে এবং ‘ডিস্টার্ব’ নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নির্মাণ কাজে সারা বছর ব্যস্ত থাকতে হয়। তাই অভিনয়ে মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আমার ভীষণ ভালোবাসার এবং ভালোলাগার জায়গা অভিনয়। তবে যা করি, তা শতভাগ মনোযোগ দিয়েই করি।’ এদিকে রাজধানীর অদূরে পুবাইলে বুন্দাবন দাসের রচনায় লাভলু ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘লাব মানে ভালোবাসা’ নাটকের কাজ শুরু করেছেন। এটি ঈদে একটি স্যাটেলাইট চানেলে প্রচার হবে। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, আখম হাসান, মৌসুমী, নিশা, শিরীন আলমসহ আরো অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন